• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জীবিতকে মৃত দেখিয়ে চার্জশিট, এসআই বরখাস্ত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার এসআই দীপংকর রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান বরখাস্তের এ আদেশ দেন।

ওই থানায় দায়ের হওয়া একটি হত্যা প্রচেষ্টার মামলায় জামিনে থাকা জয়নাল নামে এক আসামিকে বন্দুকযুদ্ধে নিহত দেখিয়ে মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

একই সাথে ঘটনা তদন্তে নগর গোয়েন্দা পুলিশের এক উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।

তিনি জানান, বরখাস্ত হওয়া এসআই দীপংকর সম্প্রতি বদলি হয়ে খুলশী থানায় আসেন। বায়েজিদ বোস্তামী থানায় থাকাকালে দায়ের হওয়া হত্যা প্রচেষ্টার একটি মামলা তদন্তে অসংগতির কারনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেবেন ঊর্ধতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় সংঘটিত এক ঘটনায় স্থানীয় বাসিন্দা শাহ আলম বাদী হয়ে হত্যা প্রচষ্টোর ওই মামলা দায়ের করেন। এতে নাসিম নামে এক ব্যক্তিকে প্রধান আসামি ও তার সহযোগী হিসেবে জয়নালকে আসামি করা হয়।

মামলার আসামিরা বর্তমানে জামিনে আছেন। কিন্তু মামলার চার্জশিট দেওয়ার সময় আসামি জয়নালকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দেখিয়ে হত্যা চেষ্টার ওই মামলা থেকে অব্যাহতি দেন এসআই দীপংকর। বিষয়টি জানাজানি হলে নগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়।