• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা, মালিক আটক

এম.লিটন-উজ-জামান

কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে শাপলা ক্লিনিক নামে একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় শাপলা খাতুন নামে এক প্রসূতির মায়ের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগির স্বজন ও এলাকাবাসি ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী উপস্থিত হয়ে ঐ ক্লিনিক সিলগালা করে দেন। 

ভুক্তভোগী কুমারখালী উপজেলার সোন্দাহ গ্রামের জুলের সন্তান সম্ভাবা স্ত্রী শাপলা খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয় মঙ্গলবার রাতে। পরে ওই রাতেই তার সিজারিয়ান অপারেশন করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ এক ডাক্তারের কথা বলে অন্য ডাক্তার দিয়ে অপারেশন করেছে ক্লিনিক কতৃপক্ষ। এছাড়াও ক্লিনিক কর্তৃপক্ষের চাহিদা মত রোগির স্বজনরা রোগির জন্য রক্ত এনে দেন। তবে রোগির স্বজনদের অভিযোগ, তাদের সরবরাহ রক্ত না দিয়ে ক্লিনিকের লোকজন ভুল গ্রুপের রক্ত পুশ করে রোগির শরীরে। এতে রোগির অবস্থার অবনতি হয়। পরে সকালে তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে এবং শাপলা ক্লিনিক সিলগালা করা হয়েছে। ক্লিনিক মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানান তিনি।