• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

আ'লীগের লক্ষ্য মেগা প্রজেক্টের নামে মেগা লুট করা : ফখরুল

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য- টাকাও বানাও, দুর্নীতি করো, মেগা প্রজেক্ট করো, মেগা লুট করো। সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে আবার রসাতলে নিয়ে যাচ্ছে।’

রোববার এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘‘আজকে বাংলাদেশের অর্থনীতি একদম নিচের দিকে যাচ্ছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি, সেই সময়ে বাংলাদেশের অর্থনীতি সমিতির চেয়ারম্যান ড. মোজাহেরুল হক বলেছিলেন, ‘বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে।’ কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান ও সাইফুর রহমান যে অর্থনীতিকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছিলেন সেটাকে এখন টেনে নিচের দিকে ওই রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা হচ্ছে আজকের অনির্বাচিত সরকারের নেতৃত্বে। আজকে পরিকল্পিভাবে দেশের অর্থনীতি আবার রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ ব্যাংক হ্যাকড হয়ে  টাকা লুট হয়েছে। কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, শাস্তি হয়নি। শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা পাঁচার করা হয়েছে। তার তদন্ত প্রতিবেদনই প্রকাশ করতে পারলেন না আগের অর্থমন্ত্রী। বললেন, এদের হাত অনেক লম্বা- নাম বলা যাচ্ছে না। ব্যাংকগুলো একটার পর একটা লোপাট হয়ে গেছে। এমনকি ওই সময়ের অর্থমন্ত্রী বললেন- সাড়ে ৪ হাজার কোটি টাকা এমন কোনো টাকা নয়।’


তিনি বলেন, ‘একজন ব্যাংকের চেয়ারম্যান তিনি জনতার মঞ্চের নেতা ছিলেন, একটা নতুন ব্যাংকও তৈরি করেছিলেন, সেই ব্যাংকের এমডি কারাগারে। সেই ব্যাংক থেকে ওই নেতা এর মধ্যেও ২ হাজার কোটি টাকা নিয়েছেন। এসব ঘটছে। এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’