• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিসানুল হককে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)। গতকাল রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিজিবির করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

গ্রেপ্তার হওয়া জিসানুল হক জিসান (২৯) ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পর পর দুই বার সভাপতি ছিলেন। তিনি দক্ষিণ ঘুমধুম এলাকার এনামুল হকের ছেলে। ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেদ সরোয়ার হারেছ তার মামা।

জানা গেছে, রাজনীতির ছত্রছায়ায় থেকে জিসান কয়েক বছর ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। ইয়াবা ব্যবসায়ী হিসেবে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। অবশেষে তিনি বিজিবির হাতে ধরা পড়লেন।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিজিবির নিয়ন্ত্রিত রেজু বিজিবি অভিযান চালায়। এ সময় পাচারকারী জিসানকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ২২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় তৎপর। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক জিসানকে কক্সবাজারের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উখিয়া থানা পুলিশ এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।