• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

গড়াই আবাসন প্রকল্পের সভাপতির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

এম.লিটন-উজ-জামান

কুষ্টিয়া শহরের চর মিলপাড়ার গড়াই আবাসন প্রকল্পের সভাপতি শহিদুলের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গড়াই আবাসনে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে শহিদুল ও তার ক্যাডার বাহিনী দিয়ে আপন দুই ভাই ও তার মাকে বেধরক পিটিয়েছে। 

পরিবার সূত্রে জানাযায়, সোমবার সকাল নয়টায় চর মিলপাড়া গড়াই আবাসন প্রকল্পের ৯/১ নং ব্যারাকে বসবাস করে আব্দুল হানিফ শেখ। তার দুই সন্তান মনোয়ার (২৩) ও আনোয়ার (১২) তার বাসার সামনেই মনোয়ার তার নছিমন গাড়ীটি রাস্তার পাশে পার্কিং করে রাখে। এসময় শহিদুল এসে গাড়ীটি সাইড করতে বলে। মনোয়ার তার ঘর থেকে চাবি নিয়ে আসতে সামান্য দেরি হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকে  শহিদুলের ছেলে সবুজ ও ভায়রা সুমন ছুটে এসে মনোয়ারের উপর লোহার রড দিয়ে আঘাত করে। সে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় শিশু আনোয়ার বড় ভাইকে বাঁচাতে চিৎকার দিয়ে এগিয়ে আসলে  শহিদুল সে সময় শিশু বাচ্চাটির উপর অমানবিক শারীরিক নির্যাতন করে। তার বুকে লাথি ও ডান হাতে লোহার রড দিয়ে স্বজোরে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এই খবর পেয়ে তাদের মা মোমেনা খাতুন ছুটে আসে ঘটনাস্থলে তার মা’কে সুমন ও সবুজ মারপিট করে গলায় থাকা একটি স্বর্ণের চেইন জোড় করে ছিনিয়ে নেয়। 

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে । হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, মনোয়ারের মাথায় ও শিশু আনোয়ারের পিঠে গুরুতর আঘাত রয়েছে । শিশুটি দু একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে । এ ঘটনায় গড়াই আবাসনের সভাপতি শহিদুলের বিচার দাবী করেন শিশুটির পরিবার । শিশুটির বড় ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আকিবুল ইসলাম জানান, গড়াই আবাসন প্রকল্পের সভাপতি শহিদুল ইসলামের নামে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে বিষয়টি প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনে মামলা হয়েছে। মামলা নং-১৫,তারিখ ০৮/০৯/২০২০ ইং। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, শিশু নির্যাতনের ঘটনায় শহিদুল ইসলামের বিরুদ্ধে ফৌজদারী মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে আমাদের কাছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে গড়াই আবাসনের সভাপতি শহিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।