• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রূপকথা ও অলৌকিক কাহিনীর শেষ নেই ঠাকুরগাঁওয়ের গায়েবি মসজিদ নিয়ে!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনি সাগরে অবস্থিত প্রাচীন স্থাপত্যের নিদর্শন এককাতারের গায়েবি মসজিদ নিয়ে চলছে নানান রুপকথা ও অলৌকিক গল্প কাহিনী। 

জেলা শহর থেকে ৫০ কিঃ মিঃ দূরে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি লাকার প্রবীণদের মতে, এটি একটি গায়েবি মসজিদ। তবে অনেকেই অনুমান করছেন এটি মোগল সম্রাজ্যের আগের নির্মাণ । এলাকার সবার কাছে এটি গায়েবি ও এককাতার মসজিদ নামে পরিচিত। মসজিদটির আকর্ষণ হচ্ছে বিশেষ ডিজাইনে তৈরি তিনটি গম্বুজ ও চার কোণায় আটটি মিনার সদৃশ্য। 

গম্বুজ তিনটি ছাদ থেকে প্রায় ১০ ফুট উচ্চতা বিশিষ্ট এবং দুই ফুট লম্বা চওড়া। ভূমি থেকে প্রতিটি বুরুজের উচ্চতা ১০ ফুট। মসজিদটিতে এক কাতারে ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। বর্তমানে মসজিদে নামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নতুন ভবনের মাধ্যমে প্রস্থতা বাড়ানো হয়েছে। যাতে করে বেশি মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। 

মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নাজিমউদ্দিন বলেন, এটি গায়েবি মসজিদ। আমার দাদার দাদার আমল থেকে শুনেছি এটি একদিন হঠাৎ করে তৈরি হয়ে যায়। কেউ কেউ আবার বলেন, এই মসজিদটি জ্বিনের তৈরি করা।