• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অ্যাটর্নি জেনারেল

ক্রাইম প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ের জামাই মো. রিয়াজুল হক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

রিয়াজুল হক জানান,‘আজ ভোরে তাকে (অ্যাটর্নি জেনারেল) আইসিইউতে নেওয়া হয়েছে।’ পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত জুনিয়র অ্যাডভোকেট মাসুদ মিয়া  বলেন, ‘ভোরে তার (অ্যাটর্নি জেনারেল) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে এখন তার অবস্থা কিছুটা ভালো।’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।