• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চন্দ্রগঞ্জে ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে মহব্বত

ইসমত দ্দোহা

আসন্ন মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে । ফলে কিছু দিনের জন্য ভোটারদের কদরও বাড়তে শুরু করেছে।

এর ফলে প্রার্থীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আত্মীয়তার সম্পর্ক গুলো আলোচনায় আসে। আলোচনায় আসে প্রার্থীর এলাকার ইমেজ প্রসংগ । এরপর প্রার্থী নিয়ে ভোটারদের মাঝে সমালোচনা শুরু হয়।

ইতিমধ্যে চেয়ারম্যানদের পাশাপাশি মেম্বারদের নিয়ে আলোচনার কমতি নেই। সবাই চায় চেয়ারম্যানের পাশাপাশি একজন ভালো ইউপি সদস্য তাদের প্রতিনিধি হিসেবে। সম্ভাব্য নির্বাচনের তারিখ জানার পর থেকেই প্রার্থীরা বিভিন্ন কলাকৌশলে তাদেরকে জানান দিতে শুরু করেছে। নির্বাচনে এবার প্রার্থীর সংখ্যাও অন্যবারের তুলনায় অনেক বেশি বলেই মনে করছেন সাধারণ ভোটাররা।

ঠিক তেমনি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন ১৪ নং মান্দারী, যা ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। আর এই  ৯ টি ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হচ্ছে ৬ নং ওয়ার্ড। যার সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবেঅনেকেরই নাম শুনা যাচ্ছে। তবে স্থানীয় এলাকাবাসীরা মনে করেন যাদের নাম এ পর্যন্ত আলোচনা এসেছে তাদের মধ্যে দক্ষ, যোগ্য ও শিক্ষিত আইউব আলী মেম্বারের কনিষ্ঠ পুত্র মোঃ মহব্বত আলী (আমিন)। যিনি তিনি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

জানতে চাইলে মহব্বত আমিন ক্রাইম প্রতিদিনকে বলেন আমি ইউপি সদস্য নির্বাচিত হই বা না হই, আমি সবসময় ৬ নং ওয়ার্ডের সাধারন জনগনের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।