• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৭ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

গাছ কাটছে দুর্বৃত্তরা, জানেন না বন বিভাগ!

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৮০ পিচ গজারি গাছ কে কেটেছে জানেনা বন বিভাগের কর্মকর্তা। 

২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ৩ টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মানিক সরকারের বাড়ির পাশে রাখা প্রায় ৮০ পিচ গজারি বনের গাছ।    

স্থানীয় লোকজনের সহয়তা গজারি বনের গাছ গুলো উদ্ধার  করতে আসে বন বিভাগের কর্মকর্তারা।

তবে এই গাছগুলোর মানিক সরকার এখানে এনেছে বলে জানিয়েছেন ওই এলাকার লোকজন।                   

এই গাছগুলো কাপাসিয়া সূর্য নারায়নপুর বিট অফিসে নেওয়া হবে জানিয়েছে এখানে  উপস্থিত বন বিভাগের লোকেরা।

তবে কে কখন কোথায় থেকে গাছগুলো কেটে এখানে রেখেছে তা জানাতে পারেননি বনের লোকেরা।

স্থানীয় লোকজন জানান, দিনদিনই দেশের জাতীয় সম্পদ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বন কর্মকর্তাদের অবহেলায়।
                   
তবে গাছগুলো স্থানীয় স'মিল মালিক মানিক সরকারের বলে জানিয়েছে এলাকার একাধিক লোক। আর বন বিভাগের কর্মকর্তারা বলছেন গাছগুলো কে কেটেছে জানিনা।   

এ বিষয়ে জানতে মানিক সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে সূর্য  নারায়নপুর বিট অফিসার আনিসুর রহমান জানান, নারায়নপুর এলাকায় গজারি গাছ কেটে রাখা হয়েছে ঘটনাস্থলে লোকজন পাঠিয়ে দিয়েছি গাছগুলো উদ্ধার করে অফিসে আনার জন্য।