• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ সেপ্টেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

একটি নির্মাণাধীন ভবন মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজন (৪৫) সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার মৃত আতাউল্লাহর ছেলে।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় একটি তিনতলা বাড়ি রয়েছে ভুক্তভোগী আশরাফুল ইসলামের। কিছু দিন আগে বাড়িটি তিনতলা থেকে চারতলায় উন্নীত করতে কাজ শুরু করলে অভিযুক্ত চেয়ারম্যান সাইদুর রহমান সুজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সাভার মডেল থানায় একটি মামলা করেন। এর পর পুলিশ অভিযুক্ত চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করে।

ইতিমধ্যে চাঁদা হিসাবে বাদী অভিযুক্ত চেয়ারম্যানকে এক লাখ টাকা প্রদান করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজনকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।