• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ অক্টোবর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে ছাত্র-জনতার বিক্ষোভ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন কর্মজীবী মানুষ বক্তব্য দেন।

মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে দাবি জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীনতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এজন্য সংসদে প্রয়োজনীয় আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে এই কর্মসূচি অংশগ্রহণ করেন। তাদের ব্যানার ও ফেস্টুনে লেখাছিলো- ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই। নো রেপ, নিরাপদে থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ।’