• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ অক্টোবর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জাল ওকালতনামা ও স্ট্যাম্পসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জে বিপুল পরিমান জাল ওকালতনামা ও কোর্ট ফি লাগালো জাল স্ট্যাম্পসহ নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের পাশের গলির একটি দোকান থেকে ছাত্র লীগ নেতা রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় রবিনের ব্যবসায়িক অংশীদার মিরাজ ওরফে সোহানুর পালিয়ে যায়। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

রাইসুল আহমেদ রবিন জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, অভিযানে রাইসুল আহমেদ রবিন ও মিরাজ ওরফে সোহানুরের মালিকানাধীন ‘প্রমিস কম্পিউটার ও ফটোস্ট্যাট’ নামে দোকানে অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সীল যুক্ত ৫০টি নকল ওকালতনামা এবং কোর্ট ফিসহ ৫৪০টি জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

অভিযানে জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পালিয়ে যায় মিরাজ।