• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ অক্টোবর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ধর্ষকদের শাস্তির দাবিতে ভাষানটেক ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

ইসমত দোহা

দেশে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে উওপ্ত পরিস্থিতি। সর্বস্তরের মানুষ আজ এই জঘন্যতম অপরাধে জড়িতদের কঠিন শাস্তির দাবিতে আজ রাজপথে। সকল বয়সী নারী -পুরুষ, ছাএ, তরুণ, রাজনীতিবিদ, সংস্কৃতিক অঙনের মানুষ ও আজ সোচ্চার।

তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উওর এর ভাষানটেক থানা ছাএলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রতিনিয়ত ধর্ষণ কিংবা নারী নির্যাতনের ঘটনা ঘটলেও নোয়াখালীতে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনা বিবেকবান প্রতিটা মানুষের হৃদয়ে ভয়ংকর ভাবে আঘাত করেছে। যাদের কঠিন শাস্তি আজ অনিবার্য হয়ে পড়েছে দ্রুত সময়ের মধ্যে। কথিত দেলোয়ার বাহিনীর বিচারের দাবিতে সরকারের কাছে জনগণের এই রাজপথে নেমে আসা।

ভাষানটেক থানা ছাএলীগের নেতাদের ভাষ্যমতে, বঙ্গবন্ধু 'র বাংলায় শেখ হাসিনার শাসন আমলে কোন অপরাধী 'র ঠাঁই নাই। আওয়ামীলীগ সরকার কোন অপরাধীের পশ্রয় দেয়না, অপরাধ যে -ই করুক কোন ছাড় নেই। দলীয় পরিচয় দিয়েও রক্ষা পাওয়ার কোন উপায় নাই।

ভাষানটেক থানা ছাএলীগের সভাপতি আলামিন পলাশের নেতৃত্বে প্রতিবাদী মিছিলে আরও উপস্থিত ছিলেন সহ -সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ থানা ছাএলীগের শতাদিক নেতাকর্মী ও স্হানীয় সচেতন জনসাধারণ।