• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২০ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

যশোরে বিজিবির অভিযানে স্বর্নসহ আটক ৩

মাহমুদুল হাসান বাবু, যশোর

 বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে প্রায় ১১ কেজি স্বর্ন সহ ৩জন স্বর্নপাচারকারী আটক হয়েছেন।

আটককৃতরা হলো শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র জাহিদুল ইসলাম,একই উপজেলার স্যাতাআমলা গ্রামের আনারুল ইসলামের পুত্র ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দি নলচক গ্রামের মনির হোসেনের পুত্র দেলোয়ার হোসেন।

বিজিবির দেওয়া প্রেস ব্রিফিং এ জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল দল রবিবার দিবাগত রাত ২.৩০মিনিটের সময় যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাট নামক স্থানে বেনাপোল গামী একটি প্রাইভেটকার (নাম্বার: ঢাকা মেট্রো-গ-৪৩৪২২৯)আটকিয়ে তল্লাশী চালিয়ে ৯৪পিস স্বর্ন (১০কেজি ৯৩৫ গ্রাম) উদ্ধার সহ প্রাইভেটকার জব্দ ও গাড়ীতে থাকা তিন জনকে আটক করা হয়।উদ্ধার হওয়া স্বর্নের মূল্য আনুমানিক ৬ কোটি ৬০লাখ টাকা ও স্বর্নের চালানটি ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিলো।

যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা স্বর্ন আটকের সতত্যা নিশ্চিত করে ক্রাইম প্রতিদিনকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে জেল হাজতে প্রেরনের পক্রিয়া চলমান।