• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২১ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চন্দ্রগঞ্জ থানা সমিতি- ঢাকা, বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ ইসমত দ্দোহা, ঢাকা

'চন্দ্রগন্জ থানা সমিতি- ঢাকা 'এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২০ অনুষ্ঠিত। অনুষ্ঠান স্থল পরিণত একমহা মিলন মেলায়।সাভারের মধুমতি মডেল টাউনের করিমা রিসোর্টে দেখা গেলো একখন্ড চন্দ্রগন্জ থানার আবহ।

লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন নব গঠিত চন্দ্রগন্জ থানার বাসিন্দাদের এক মহামিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো ১৭ইজানুয়ারি ২০২০তারিখে। ২০১৭ সালে মোঃ ইকবাল হোসেনকে আহবায়ক ও মোঃ আলাউদ্দিনকে সদস্য সচিব করে 'চন্দ্রগন্জ থানা সমিতি- ঢাকা ' প্রস্তাবিত নামে যাএা শুরু হলে ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৯ সালের অক্টোবরের দিকে। ২০১৯ সালের ১১ই  নভেম্বর উপস্থিত সদস্যদের ভোটাভোটির মাধ্যমে মোঃ বদরুল আলম শ্যামল সভাপতি ও মোঃ আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিস্ট ঘোষিত হয় পূর্নাঙ্গ কমিটি, নেওয়া হয় সমিতির অস্থায়ী কার্যালয় ঢাকার কাকরাইলে।

মোঃ বদরুল আলম শ্যামলের নেতৃত্বে শুরু হয় গণসংযোগ, সদস্য সংগ্রহ ও ফান্ড সংগ্রহ। তার 'ই ধারাবাহিকতায় ঢাকাস্থ চন্দ্রগন্জ বাসীদের নিয়ে আয়োজিত হয় বার্ষিক বনভোজন ও মিলনমেলা। দীর্ঘদিনের পরিচিত বন্ধু -বান্ধব, আত্মীয় স্বজন, জুনিয়র -সিনিয়রদের আনন্দ উল্লাসে কাটে সময়। মোঃ বদরুল আলম শ্যামলের সভাপতিত্বে ও জামাল হোসেন সাগর, হারুন অর রশিদ, হাফেজ আহম্মেদ সহেল, আশেক এলাহী 'রসন্চালিত অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআনের তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

ঢাকার বিভিন্ন স্পট হতে অতিথিদের নিয়ে সকাল ০৮.০০ ঘটিকায় সমিতির নির্ধারিত পরিবহন এসে পৌঁছে সাভারের করিম পল্লীতে।

সকালের নাস্তা খাওয়ার মধ্যে দিয়েই শুরু হয় মূলকার্য ক্রম। নাচ, গান, নারী,  শিশু ও পুরুষদের ভিন্নভিন্ন খেলার ইভেন্টে শুরু হয় খেলাধুলা। দুপুরের খাওয়ার পর শুরু হয় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, বিকেলে শুরু হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক কার্যক্রম।

সভাপতি মোঃ বদরুল আলম শ্যামল শুভেচ্ছা বক্তব্য ও সাংগঠনিক আদর্শ ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পরপরই মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা (সদর০৩) আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল।

তিনি সমিতির কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন আপনাদের এই মহতি উদ্যোগের সাথে আমিও সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো, আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা আমাকে যখন যেখানে যেকোন ভালোকাজে ডাকবেন আমি আসবো সহযোগিতা করবো।

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের পাশাপাশি প্রস্তাবিত বেশকিছু প্রকল্পের কথা উল্লেখ করার পাশাপাশি 'চন্দ্রগন্জ উপজেলা ' বাস্তবায়ন করার প্রস্তাবনা মহান জাতীয় সংসদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী 'র কাছেও ' চন্দ্রগন্জ উপজেলার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরবেন।

বিশেষ অতিথির বক্তব্য লক্ষ্ণীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাজাহান বলেন আমার পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য মো: বদরুল আলম শ্যামলের এই উদ্যোগে আমি স্বাগত জানাচ্ছি, পাশাপাশি সর্বাত্মকভাবে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি।
আনোয়ারুল আজিম-পরিচালক বায়োফার্মা গ্রুপ, এম এ সাত্তার -পরিচালক সাত্তার ট্রাস্ট ও শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠিতা রাজনীতিবিদ এম এ সওার ' ও অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন। ব্যক্তিগত গুরুত্বপূর্ন কাজ থাকায় অনুষ্ঠান আসতে না পারলেও মোবাইলে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সার্বজনীন খোঁজ খবর রাখেন।

মিলনমেলা ও বনভোজন উদযাপন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কাজী মিজানুর রহমান, অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্ব পালন করেন, জামাল হোসেন সাগর, আশেক এলাহী, ফজলে এলাহী বাবু, কামাল উদ্দিন, রুহুল কুদ্দুস রানা, মো: আলাউদ্দিন, মো: আলমগীর হোসেন, হারুন -অর -রশীদ, শামছুল ইসলাম সামছু, 
 নুরে আরেফিন আবির, গাজী ফেরদৌস ইবনে সবুজ, হাফিজ আহমেদ সোহেল, আব্দুর রহিম ভূঁইয়া, ইকবাল হোসেন মাসুদ, মো: ইসমত দ্দোহা।

সফলভাবে কার্যক্রম শেষ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল হোসেন সাগর।

পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যামে রাত ০৮.০০ ঘটিকায় অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি মো: বদরুল আলম শ্যামল।