• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ অক্টোবর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নীতিমালাসহ ৫ দফা দাবিতে ফারিয়া’র কর্মবিরতি

চন্দ্রগন্জ প্রতিনিধি (লক্ষ্মীপুর)

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ থানা এলাকার বাজার ইউনিটের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ৫ দফা দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে প্রতিনিধিরা। 

আজ দুপুর ১২.০০ঘটিকায় দওপাড়া, হাজির পাড়া ও মান্দারী ইউনিটের ৪০ টা কোম্পানির প্রতিনিধিরা মান্দারী বাজারে এই প্রতিবাদ সভা করেন। পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কর্মসূচি পালন করা হয়।

ফারিয়া ,চন্দ্রগন্জ থানা এলাকার যুগ্ম -আহবায়ক, তোফিক ইসলাম (একমি কোম্পানির এম পি ও ) মিডিয়ার সাথে আলাপকালে বলেন ৫দফা দাবিতে আমাদের এই কর্মসূচি। নীতিমালা, বেতন ভাতা বৃদ্ধি, সরকারি স্বীকৃতি, নিয়মিত ছুটি, বেতন কাঠামো, সহ সরকারি চাকুরীবিধি মোতাবেক সুবিধাসমূহ নিশ্চিত করার উদ্দেশ্যই আমাদের এই প্রতিবাদ। কারণ চলমান করোনা কালীন সময়ে বেআইনী ভাবে বেতন বিহীন ও পূর্ব ঘোষণা ছাড়াই সারা দেশে ঔষধ কোম্পানির হাজার হাজার প্রতিনিধি ছাটাই করেছে কোম্পানিগুলো, আমরা এর কোন প্রতিকার পাইনি, তাই বাধ্য হয়েই আমাদের আন্দোলনে যাওয়া। আমাদের দেশের ঔষধ কোম্পানির সুনাম দেশের বাজার ছাড়িয়ে এখন বিশ্ব বাজারে, যার একমাত্র কৃতিত্বের দাবিদার আমরা প্রতিনিধিরা, কিন্তু সরকার কিংবা কোম্পানি আমাদের কোন দামই দিচ্ছে না। যেখানে হাজার হাজার শিক্ষীত ছেলে মেয়ে কাজ করে, অথচ গার্মেন্টস ও পরিবহন শ্রমিকেরও আন্তর্জাতিক নিয়মাবলী মেনে প্রাপ্য সুবিধা পায় সরকারি ও কোম্পানি হতে।

আমরা নিরাপদ ও স্হায়ীভাবে এর যৌক্তিক সমাধানের দাবি জানাচ্ছি সরকার ও প্রশাসনের কাছে।