• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বেনাপোলে ১১ কেজি ওজনের ৯৪ পিচ স্বর্ণের বারসহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত আড়াইটার সময় যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী করে ১১ কেজি ওজনের ৯৪পিচ স্বর্ণের বারসহ ৩জনকে আটক করেছে বিজিব ।

আটক তিনজন হলেন, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দির নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন । উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি ।

যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি’র সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯) তল্লাশী চালায় । এসময় তারা প্রাইভেট কারটি থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে । যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম । উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা বলে জানান বিজিবি । এ ঘটনায় আটক ৩জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান ।