• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ডেঙ্গুর শহরে পোস্টারের দাপট, প্রতিশ্রুতি শুধুই বাহানা!

মোঃ ইসমত দ্দোহা, ঢাকা

জনগণ এখনো ভুলেনি গত বর্ষার ডেঙ্গু আতংক ও মহামারীর সেই ভয়াবহতা। জনসাধারণের আত্মা- চিৎকার আর দায়িত্বশীল ব্যক্তিদের উপহাসের অট্রহাসি। সেই ডেঙ্গুর শহর ঢাকায় আবার শুরু হলো ডেঙ্গু নির্মুল করার প্রতিনিধি নির্বাচন। ইট -পাথরের শহর চেয়ে গেছে সুদৃশ্য তোরণ, ব্যানার, আর পোস্টারে পোস্টারে। রসালো গানের ব্যাঙ্গাত্নক আওয়াজে আবারও প্রার্থীদের সেই পুরোনো প্রতিশ্রুতির ফুলছুড়ির আওয়াজ।

৩০শে জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা। সেই দিন সিটি নির্বাচন আয়োজন করে সংবিধানের দোহাই দিয়ে জনগণকে হাইকোর্ট দেখালো নির্বাচন কমিশন। জনমত উপেক্ষা, শিক্ষার্থীদের অনশন, হিন্দু পরিষদের নির্বাচন বর্জনের ঘোষণা পানি অনেক দূর গড়িয়ে যাওয়ার পর অবশেষে এসএসসি পরীক্ষা একদিন পিছিয়ে ০১ লা ফ্রেব্রুয়ারি সিটি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা। জনমনে প্রশ্ন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি ছুটি ও প্রয়োজনীয় ধর্মীয় বিষয়গুলো বিবেচনায় না নিয়ে কেন অযথা এই বিতর্কের জন্মদিলো।

ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে তার দশ ভাগও তারা পূরন করতে পারবে না জেনেশুনেও জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে। কারণ সিটি কর্পোরেশনের তেমন কোন আইন প্রয়োগ করার ক্ষমতা নেই, যেটুকু আছে তা -ও কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে, নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের উপর।যানজট, ফুটপাত বেদখল, মশার উৎপাত, তারের জন্জাল, রাস্তায় অবৈধ পার্কিং, অকারণে অলি -গলি খোড়াখুড়ি, মাদকের আগ্রাসন, অনুমোদনহীন আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা নারীদের নিরাপদ চলাচলের অব্যবস্থাসহ নিত্য এই সমস্যাগুলো বছরের পর বছর জনসাধারণের বিরক্তির কারণ হলেও সমাধানের খুব বেশি উদ্যোগ কিংবা আগ্রহ নেই কারোরই। সুতরাং নির্বাচনে প্রার্থীদের আবেগ মাখানো প্রচার -প্রচারণা জনগণ ও ভোটারদের খুব টানতে পারেনি, যদিও ভোট নিয়েও সাধারন মানুষের খুব একটা কৌতূহলও নেই। কারণ রাজনৈতিক নেতাদের মরুর বুকে সেতু বানানোর গল্প অনেকটা আরব্য উপন্যাসের মতোই সিসিং ফাঁক বুলির মতো। তাইতো জনগণ বলতেই পারে ডেঙ্গুর শহরে পোস্টাররে দাপট, প্রতিশ্রুতি শুধুই বাহানা।