• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৫ নভেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ফুটবল টুর্নামেন্ট নয় যেন উৎসবের মেলা

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ঝমকালো আয়োজন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আলোকিত সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২০।
 
“মাদক কে না বলি, বই পড়ি,পাঠাগার গড়ি আলোকিত সমাজ গড়ি” এই স্লোগান কে ভিত্তি করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১নং পূর্ব চরদুঃখীয়া ইউনিয়ন পরিষদের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “আলোকিত ১১নং ইউনিয়ন” এর তত্ত্বাবধানে আয়োজনটি অনুষ্ঠিত হয় ১৩ এবং ১৪ই নভেম্বর ২০২০।
 
টুর্নামেন্টে ইউনিয়ন পরিষদের ৯টি ভিন্ন ভিন্ন ওয়ার্ড এর মধ্যে ৮টি ওয়ার্ড অংশগ্রহণ করে।

নক আউট সিস্টেমের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৩নং ওয়ার্ড সন্তোষপুর টাইগার্স ১-০ গোলে পরাজিত করে ৬নং ওয়ার্ড আলোকিত সিক্সার্স কে।

আয়োজক কমিটির অন্যতম সমন্বয়ক সারফুদ্দিন ইউসুফ শান্ত বলেন – ইউনিয়নের যেই পরিবার গুলো স্বাবলম্বী তারা গ্রামে স্কুল / কলেজ শেষ করিয়ে শহরে পাঠিয়ে দেন উচ্চ শিক্ষার জন্যে, কিন্তু যাদের সামর্থ্য নেই সুযোগের অভাবে অপূর্ণই থেকে যায় অনেকের আশা ভরসা । সেখানে আমরা দেখেছি এই সমস্যার কারনে অধিকাংশ ছেলেমেয়ে অল্পবয়সেই পড়াশুনা ছেড়ে পরিবারের দায়িত্ব নিতে কাজে মনোযোগ দেয়, আবার অনেকেই ভয়াল মাদকের নেশায় হারিয়ে ফেলে নিজেকে। আমরা সেই যায়গা থেকে চেষ্টা করছি খেলাধুলা এবং আনুষাঙ্গিক বিনোদন কে যেনো আমরা তারুন্যের মাঝে দিতে পারি এবং তাদের কে সামাজিক সুযোগ সুবিধা গুলো দিয়ে আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে পারি সেজন্যেই এমন আয়োজন।
 
খেলাশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরন করার সময় আরেকজন অন্যতম সমন্বয়ক খন্দকার তারেক বলেন – আলোকিত মানুষ গড়ার যে দৃঢ প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি তার অন্যতম মাধ্যম হিসেবে আমরা খেলাধুলা এবং সামাজিক বিনোদনের সুযোগ তৈরি করার চেষ্টা করছি এই আয়োজন গুলোর মাধ্যমে, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে আয়োজকরা ধন্যবাদ জানান পুরো ইউনিয়ন পরিষদের মানুষদের এমন চমৎকার আয়োজনে সবাই সহযোগিতা করার জন্যে।

আলোকিত ১১নং ইউনিয়ন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এটি পরিচালিত হয় এই ইউনিয়ন এর সকল ওয়ার্ড এর সদস্য দের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে। যারা নিজ থেকে সামাজিক কাজ করতে চান তারা যে কেউ চাইলে এই সংগঠন এর সদস্য হতে পারবে তবে তাকে অবশ্যই ইউনিয়ন এর স্থানীয় বাসিন্দা হতে হবে।