• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৬ নভেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

আ'লীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

আওয়াম লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।  এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়। 

রোবাবর সন্ধার পর উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিম বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের কর্মী-সমর্থকরা উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাছির উদ্দিন চুন্নু (৩০), মো. তাহের (২৬), মো. বাকের (২৪), মো. জাহের (৩২) ও জহিরুল ইসলামসহ (৩৫) উভয় পক্ষের সাত জন আহত হয়। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। 

এ বিষয়ে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান,সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় কে বা কারা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।