• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩ ডিসেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাজধানীতে ভুয়া কাজী গ্রেফতার

আলমগীর হোসেেন

রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর আবাসিক এলাকা থেকে গতকাল রাতে একাধিক মামলার আসামি ও বিভিন্ন অপকর্মের হোতা ধুরন্দর প্রতারক কথিত ভুয়া কাজি খাইরুল ইসলাম আদালতের একটি সিআার মামলার ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেসন (পিবিআই) এর হাতে গ্রেফতার হয়েছে। পরবর্তীতে পিবিআই আটককৃত আসামিকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। অতপর বাড্ডা পুলিশ আসমি খাইরুল ইসলামকে আদালতে প্রেরন করেছে। 

জানা যায়  বি-বাড়িয়া জেলার সড়াইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউর গ্রামের বাসিন্দা মোঃখোরশেদ ভূইয়ার ছেলে খাইরুল ইসলাম বর্তমানে আফতাব নগর আবাসিক এলাকার জি ব্লকের ৪নং সড়কের ২নং বাড়ী এলাকায় আস্তানা গেড়ে সনদবিহীন ভূয়া নিকাহ রেজিষ্ট্রার এর জাল বিস্তার করে মানুষের সাথে বিবাহ সাদির নামে অভিনব প্রতারনা করে চলেছে। সেই সাথে সে টাকার লোভে উতকোচের বিনিময়ে অপ্রাপ্ত বয়সের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সমাজে নারী নির্জাতনের বিষবাস্প ছড়িয়ে দিচ্ছে। এ সব সনদ প্রমানবিহীন বিয়েশাদির কারনে মানব সমাজ পরিবারে নানা অশান্তি বিরাজ করছে। সমস্ত এলাকায় বিশাল নেটওয়ার্ক বিস্তার করে একচেটিয়া অবৈধ বিবাহ করিয়ে দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। যার কারনে সমাজ পরিবারে নানা দন্দ কলহ ফেতনা ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে। তার এ সব অপকর্ম ও কুকীর্তির জন্য বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ সি এম এম আদালতে একটি সি আর মামলা রয়েছে। মামলা নং-৪৬৪/২০১৯ যার গ্রেফতারি পরোওয়ানা ওয়ারেন্টের ভিত্তিতে পিবিআই পুলিশ তাকে তার বাসা থেকে আটক করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যার কারনে তার ঘৃণ্য মূখোশ উন্মোচিত হয়েছে। তবুও সে ধরাকে সরাজ্ঞান না করে সন্ত্রাসী স্টাইলে তার কর্মকান্ড অব্যহত রেখেছে। অবশেষে আইন শ্রিঙ্খলা বাহিনীর হাতে অধম দূর্নীতি প্রতারনার পতন আসামি গ্রেফতার সাবাস বাংলাদেশ। 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের দাবী মূখোশধারী এ সব চিহৃিত অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্ত মূলোক শাস্তির ব্যবস্থা করে সমাজে শান্তি স্থাপন করুন।