• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ ডিসেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

গাজীপুরে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে এক পোশাককর্মী। সোমবার একই ঘর থেকে দুজনকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মহসিনা আক্তার (৩০)। তিনি রংপুরের পীরগাছা থানার সৈয়দপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে।

জিএমপি’র কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় ও স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে নীলফামারী জেলা সদর থানার রামকলা মৌলভীপাড়া এলাকার নুর আলমের ছেলে শরীফুল আলমের সাথে মহসীনার বিয়ে হয়। বিয়ের পর তারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার রুহুল আমিনের কলোনীতে ভাড়া থেকে স্থানীয় জিএমএস কম্পোজিট পোশাক কারখানায় চাকুরি করে। শরীফুল আগে ব্যাটারী চালিত অটো রিক্সা চালাতো।

বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না তাদের। প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হতো। এর জেরে ৯/১০দিন আগে বিবাহ বিচ্ছেদ হলে তারা আলাদা বসবাস করতে থাকে।

সোমবার সকাল ৭টার দিকে শরীফুল তার সাবেক স্ত্রী মহসিনার ঘরে (রুহুল আমিনের কলোনী) এসে ভিতর থেকে দরজা আটকে দেয়। এসময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এর কয়েকমুহুর্ত পরেই মহসিনার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা ঘরের ভিতরে প্রবেশ করতে না পেরে সিলিংয়ের ফাঁক দিয়ে উঁকি দিয়ে রক্তাক্ত মহসিনাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার উপর শরীফুল উপুড় হয়ে পড়ে ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহত শরীফুল ঘরের লোহার তৈরী দরজা খুলে দেয়। পরে পুলিশ ভিতরে প্রবেশ করে গলা কাটা মহসিনার লাশ দেখতে পায়। এসময় আংশিক গলাকাটা শরীফুল আলমকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 এসময় লাশের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটার মতো রক্তমাখা একটি কাঁচি জব্দ করা হয়।

জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, শরীফুলের গলায় সামান্য কাটা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে শরীফুল কাঁচি দিয়ে গলা কেটে তার সাবেক স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করে আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শরীফুলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।