• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৩ ডিসেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এনপিএস'র উদ্যোগে দেশব্যাপী মানবাধিকার দিবস উদযাপন

মোঃ ইসমত দ্দোহা, ঢাকা

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস -২০২০, প্রতি বছর ১০ ই ডিসেম্বর পালিত হয় এই দিবস। এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "Recover Better -Stand Up for Human Rights ",'ঘুরে দাঁডাবো আবার, সবার জন্য মানবাধিকার। করোনা মহামারির মধ্যে একটি সময়োপযোগী প্রতিপাদ্য।

জাতীয় মানবাধিকার কমিশন,  জাতিসংঘ, এনজিও,  মানবাধিকার সংগঠন গুলোও নিজস্ব আঙ্গিকে উদযাপন করেছে এই দিবস।

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) সকাল ০৯.০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদযাপন করেছে মানবাধিকার দিবস -২০২০,কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি রেখে দেশব্যাপী জেলা -উপজেলায় এনপিএস এর উদ্যোগে পালন করা হয় আলোচনা, মিছিল ও পথসভা।

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) চেয়ারম্যান ইসলাম এম মাহবুব বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত ছিলেন। মানুষের অধিকার আদায় সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার কারাবরণ করেছেন। তার অসাধারণ নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এখন তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'র নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার ও জনগণের ভাগ্য উন্নয়নের করে যাচ্ছে তার সরকার। কভিড -১৯ মহামারির কারণে যেখানে বিশ্ব স্হবির সেখানে আমাদের প্রধানমন্ত্রী দৃঢ় ভাবে মহামারী মোকাবেলা করে যাচ্ছেন, নিশ্চিত করেছেন জনগণের চিকিৎসা, খাদ্য ও কর্মসংস্থান।

উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ই ডিসেম্বর হতে প্রতিবছর পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য ২০০৯ সালে  বাংলাদেশ সরকার একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে।