• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ ডিসেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে রাষ্ট্রপতি ও সাবেক ডিসির ছবি ব্যবহার করে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা

সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিজের পোস্টারে মহামান্য রাষ্ট্রপতি ও সাবেক ডিসির ছবি ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। কালাদরাপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিজের ছবির সাথে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও নোয়াখালী জেলার সাবেক ডিসি তম্ময় দাসের ছবি ব্যবহার করে রীতিমত নিজের প্রচার প্রচারণায় ব্যস্ত ইটভাটার মাঝি মো.নুরুল আমিন।

সরে জমিনে কালা দরাপ ইউনিয়নের রব বাজার,রামহরিতালুক,হাজি আমিন উল্যাহ বাজার এলাকায় গিয়ে দেখা যায়,কয়েকশ গজ পরপর বিভিন্ন গাছের  সাথে মহামান্য রাষ্ট্রপতি ও সাবেক ডিসির ছবি সম্মলিত পোস্টার ঝুলানো। প্রতিটি পোস্টারে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। 

স্থানীয়রা জানান, নিজেকে মহামান্য রাষ্ট্রপতি ও সাবেক ডিসি এবং স্থানীয় নেতাদের লোক বলে পরিচয় দিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচারণা চালাচ্ছেন। তিনি নিজের ক্ষমতা জাহির করতে এই ধরণের ছবি ব্যবহার করেছেন বলে তারা অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কালাদরাপ ইউপি একাধিক বাসিন্দা জানান, নুরুল আমি এক সময় বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বছর পাঁচেক আগে দল পরিবর্তন করেন, এরপর নিজেকে আওয়ামীলীগের বড় নেতা পরিচয় দিয়ে আসছেন। বর্তমান সরকারদলীয় অনেক নেতা কর্মীকে নিজের নেতা দাবি করে এলাকার সকল কাজ হাতিয়ে নিচ্ছেন। তিনি নোয়াখালী ব্রিক ফিল্ড মাঝি সমবায় সমিতি লিমিটেড নামের একটি সমিতি সভাপতি পদে দায়িত্ব পালন করেন। সমিতির সদস্যদের আমানতের টাকা রাখলে সেই টাকা ফেরত দেন না। বড়বড় নেতাদের নাম ব্যবহার করে সেই টাকা ফেরত দিতে টালবাহানা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, এটা নির্বাচন সংশ্লিষ্ট তাই তারাই ভালো বলতে পারবে। খোঁজ নিয়ে জানাতে হবে। কোন ধরনের বেআইনি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

মো.নুরুল আমিন বলেন, মহামান্য রাষ্ট্রপতি এবং সাবেক ডিসি তন্ময় দাসের ছবি আমি এককভাবে ব্যবহার করিনি। তাছাড়া ওনাদের ছবি ব্যবহারের বিষয়ে বাধ্যবাধকতা আছে কিনা আমার জানা নেই। ওনাদের প্রতি আন্তরিকতা আর ভালোবাসা থাকার কারণে আমি ওনাদের ছবি ব্যবহার করেছি।