• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ ডিসেম্বর, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নাম লিখতে জানেন না, পরিচয় দেন সাংবাদিক!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন পাঁচ ভুয়া সাংবাদিক। আজ সোমবার বিকেল ৩টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতলা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলে মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে গাড়ি চালক ইলিয়াছ মজুমদার (৫৫)।

রাউজান থানার পুলিশ জানায়, আটককৃতরা একাধিক ইটভাটায় চাঁদাবাজি করেন। ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে তারা মাইক্রোবাসের সামনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার লাগান। মুঠোফোনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুলিয়ে তারা চাঁদাবাজি করেন। অথচ নিজের নাম ও পত্রিকার নামও ঠিকমতো লিখতে পারেন না তারা। দৈনিক বর্তমান কথা নামের পত্রিকার ভুয়া সাংবাদিক আল আমিন নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে জানান।