• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১১ জানুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

গাজীপুরে হামলা-ভাংচুর নিয়ে ফখরুলের অভিযোগ সত্য নয়

ক্রাইম প্রতিদিন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে হামলা ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনিছুর রহমান সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৫ টায় শ্রীপুর উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আনিছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধাওয়া-পাল্টাধাওয়া প্রশ্নই আসে না।

পৌর নির্বাচনকে কেন্দ্র করে ১০/০১/২১ইং আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা সত্য না বলে আনিছুর রহমানের পক্ষে রিটার্নিং অফিসার বরাবর লিখিতঅভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আনিছুর রহমান আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির দলীয় নেতা-কর্মীদের কোন্দলে তারা নিজেরাই মারামারি করে আওয়ামী লীগ প্রার্থীর উপরে দোষারোপ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলেছেন মেয়র প্রার্থী আনিছুর রহমান।