• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১১ জানুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি

ক্রাইম প্রতিদিন ডেস্ক

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। এবার নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে শনিবার রাতে নৌকার প্রার্থী শওকত হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। এতে তিনি দাবি করেছেন, নৌকার প্রার্থী ও তার লোকজন তাকে হুমকি দিয়ে বলেছেন, নির্বাচনের মাঠ না ছাড়লে তাকে প্রাণে মেরে ফেলা হবে। যদিও অভিযোগটি ডাহা মিথ্যা বলে দাবি করেছেন নৌকার প্রার্থী।

এর আগে ধানের শীষের প্রার্থীসহ দু'জন অভিযোগ করেছিলেন, নৌকার প্রার্থী ও তার নেতাকর্মীরা নির্বাচনের পাঁচ দিন আগে ওই দু'জনকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে। এবার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচজন। মেয়র প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও সবাই মাঠে সরব রয়েছেন।

রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নিতে চান্দিনা থানার ওসি ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনের প্রচারে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের অভিযোগ, প্রচার শুরুর পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা তাকে প্রতিনিয়ত বাধা ও হুমকি দিয়ে যাচ্ছেন। গত শুক্রবার রাতে একটি উঠান বৈঠকে তাদের লোকজন অস্ত্রসহ গিয়ে হামলার চেষ্টা করেছে। শামীম হোসেন বলেন, 'নির্বাচনের মাঠ ছেড়ে না গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।'

নৌকার মেয়র প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া বলেন, ওই প্রার্থী নির্বাচনের মাঠে কালো টাকা ছেড়ে দিয়েছে। তারা আমার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে, আগুন দিচ্ছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফ্রিডম পার্টির অনেক সদস্য তাকে কালো টাকার জোগান দিচ্ছে। তার অভিযোগের কোনো ভিত্তি নেই।