• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ জানুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

দ্রুত স্কুল খুলে দেয়ার আহ্বান ইউনিসেফের

ক্রাইম প্রতিদিন ডেস্ক

স্কুলগুলো থেকে মহামারি ছড়িয়ে পড়ার যথেষ্ট প্রমাণ নেই; তাই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক হেনরিটা ফোর। তিনি সতর্ক করে বলেছেন, 'করোনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কিছুদিন বন্ধ থাকলে শিশুদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।'

এক বিবৃতিতে হেনরিটা ফোর বলেন, 'করোনা মহামরির মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় পড়ালেখায় পিছিয়ে পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছে শিশুরা।' পরবর্তী প্রজন্মকে এই ক্ষতি বয়ে বেড়াতে হবে বলে আশংকা করেন তিনি।

স্কুল বন্ধ থাকায় শিশুশ্রম ও বাল্যবিবাহ বেড়ে যেতে পারে বলেও বিবৃতিতে সতর্ক করে দেন ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধ করে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ধাপের সংক্রমণের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বেশ কিছু দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও দ্বিতীয় ধাপের সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফের বন্ধ করে দেয়া স্কুল-কলেজ।