• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ জানুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অপহরণের ১৭ দিন পর গার্মেন্টস কর্মকর্তা উদ্ধার, গ্রেফতার ৪

ইকবাল হোসেন

গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এক গার্মেন্টস কর্মকর্তারা রুহুল আমীন( ৪৫) অপহরণের ১৭ দিন পর উদ্ধার করেছে র‌্যাব।রুহুল আমিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আবুল বাশারের সন্তান। তাকে কাশিমপুর চক্রবর্তী এলাকা থেকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে করে অস্ত্র ঠেকিয়ে মৌচাক এলাকার গজারি বনের ভিতরে বেঁধে রাখে। এবং অপহরনকারীরা তার পরিবারের সদস্যদেরকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবী করে।

এবিষয়ে রুহুল আমীনের পরিবার গেল ২৬ জিএমপি কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ১২ জানুয়ারি রাত ১১ টার দিকে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা থেকে চার জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুরের বাসন থানার চাঁনাপাড় এলাকার বাবুল হাওলাদারের সন্তান সবুজ হাওলাদার (৩২), এবং তার স্ত্রী শারমিন (২৪), অপর দুই জন কোনাবাড়ী- কাশিমপুর (গবিন্দ্রবাড়ী) এলাকার আবুল হাসেম হাসুর সন্তান রাসেল মিয়া (৩০) ও কাশিমপুর (সারদাগঞ্জ) এলাকার নুর মিয়ার সন্তান  হাফিজুর ইসলাম (৩২)।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ-আল মামুন গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।