• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাজধানীতে মদের কারখানায় পুলিশের অভিযান, আটক ৬

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীতে ভেজাল মদের কারখানায় অভিযান চালাচ্ছে মহানগর গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। আজ সোমবার রাতে ভাটারা এলাকায় শুরু হয় এই অভিযান। ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় যে বিষাক্ত মদপান করে মানুষের প্রাণনাশ ও হতাহতের ঘটনা ঘটেছে, সে মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান পরিচালনা করছে গোয়েন্দা গুলশান বিভাগ।
ভাটারার ১০৮৮ নম্বর খিলবাড়ির টেক মুক্তি পল্লী, ইউনিয়ন পরিষদ রোডে চলছে এই অভিযান। ডিসি আরও বলেন, অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এদিকে, মদপানে রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এক শিক্ষার্থী ও তার এক বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এ ঘটনায় শারীরিক সম্পর্কের বিষয়ও রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের সহযোগী প্রতিষ্ঠান ফোরথট পিআর (পাবলিক রিলেশন্স) নামক এজেন্সির দুই কর্মীরও মদপানের পর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই প্রতিষ্ঠানের আরও কয়েকজন মদপান করে বর্তমানে হাসপাতালে রয়েছেন।