• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শেখ হাসিনার গাড়িবহরে হামলার রায় ঘোষনা

হেলাল উদ্দীন, সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবরের হামলা মামলার রায় ঘোষনা করা হয়েছে। রায়ে ৫০ জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ঘটনার প্রায় ১৯ ববছর পর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টার দিকে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর একটি যাত্রীবাহি বাস আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়।
 
হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ কমপক্ষে একডজন দলীয় নেতা কর্মী আহত হয়।