• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১১ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

মোঃ ইসমত দ্দোহা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক। সোমবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ-সভাপতি আবদুন নূর, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মনজু, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সদস্য রাকিব হোসেন আপ্র প্রমুখ।

এসময় চন্দ্রগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন, ফুটপাতের অবৈধ দখলমুক্তকরণে অভিযান, চুরি-ছিনতাই রোধে চন্দ্রগঞ্জ বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। তিনি সাংবাদিকদেও অনুরোধ করে বলেন অপরাধ ধমনে আপনারা আমাকে সহযোগিতা করবেন ।

নবাগত অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আশ্বস্ত করে বলেন, যেসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সব অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে কোনো ধরণের শৈথিল্যতা দেখানো হবেনা।