• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শ্রীপুরে শুকিয়ে মারা যাচ্ছে ধান গাছের চারা

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুর উপজেলা ডোয়াইবাড়ী গ্রামের  আবুল হাশেম নামে কৃষক জানান,বোরো ফসলী জমিতে নতুন ধানের চারা প্রথমে লাল পরে পচন ধরে মারা যাচ্ছে। বোরো ধানের নতুন চারা পচন ধরে নষ্ট হওয়ায় ডোয়াইবাড়ী গ্রামের চাষাবাদ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কয়েকজন কৃষক। ওই এলাকার  আরো চার-পাচ কৃষক জানান, লাল তীর নামে ধানের নতুন বিজ কিনে এনে এই বছর রোপণ করছিলাম। রোপণের ২৫ দিন পর  চারা লাল হয়ে পচন ধরে মারা গেছে। তাই বাধ্য হয়ে পুনরায় আবার চারা চড়া দামে কিনে এনে জমিতে রোপণ করতে হচ্ছে আমাদের। 

এবিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার এ এস এম মুহিদুল হাসান জানান, দেশে কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহে বোরো ধান আবাদে হয়তো এমনটি  হয়েছেন। ধানের চারা লাল হয়ে মারা যাচ্ছে এর আগে শ্রীপুরের কৃষকদের এমটি হয়নি বলে জানান তিনি।