• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শ্রীপুরে এক রাস্তার জন্য ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের  ৩ জন মেম্বারের আওতায় ৫ কিলোমিটার রাস্তাটি ৫ টি গ্রামের মানুষের একটি মাত্র রাস্তা অবহেলিত উন্নয়ন থেকে  বঞ্চিত।

গোসিংগা ইউনিয়নের গাজীয়ারন গ্রামের কয়েকজন লোক বলেন, এলাকার কোন জনপ্রতিনিধি কলেজ রোড নামে পরিচিত রাস্তাটি করতে পারেনি।গ্রামের বাসিন্দা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর গোসিংগা ইউনিয়নের তখনকার চেয়ারম্যান হাজী আবদুল কাদের সর্বশেষ রাস্তাটিতে মাটি ভরাট করেছিলো, এত বছরেও আর কোন উন্নয়ন বা সংস্কার কাজ হয়নি। এক রাস্তার কারনে আটকে আছে কয়েকটি গ্রামের উন্নয়ন। কোন উন্নয়ন বা সংস্কার হয়নি বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। শ্রীপুর কলেজ থেকে গোসিংগা সড়কের উত্তরে গাজীয়ারন,নয়াপাড়া, দড়িখোজেখানি, পেলাইদ, নতুন পটকাসহ আরো কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তাটি জন্য উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন বলে জানিয়েছেন গ্রামের মানুষ।কয়েকটি গ্রামের মানুষের সড়কটি খুবই গুরুত্বপুর্ন। তাছাড়া যেহেতু এটি কলেজ রোড ছাত্রছাত্রীদের যাতায়াত বেড়েছে বহুগুন। কিন্তু রাস্তাটি এখনো কাঁচা হওয়ায় কোন প্রকার যানবাহন এমনকি রিকশাও চলাচল করতে পারেনা।বর্ষাকালে রাস্তা ব্যবহারকারীদের পোহাতে হয় দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় বিভিন্ন অংশে পানি জমে থাকে। তখন হাটা চলারও জো থাকেনা বলে জানান গ্রামবাসী।

ওই এলাকার বাসিন্দারা জানান, রাস্তা না থাকায় প্রতিদিনই অনেক ভোগান্তি হয়। বাজার সদাই এমনকি ছোটখাটো মালামাল আনতেই অনেক কষ্ট করতে হয়। গ্রামের মানুষেরা জানান, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় কেউ অসুস্থ হলে। হাসপাতালে নেওয়ারও কোন উপায় নেই, রোগীকে কোলে করে অথবা হেটে ৫ কিলোমিটার পর্যন্ত যেতে হয়।গ্রামের মানুষেরা আরো জানান, এই রাস্তাটি  জনপ্রতিনিধিদের অবহেলার কারনে এত বছরেও এই রাস্তাটি পাকা হয়নি।

এবিষয়ে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল আলম প্রধান জানিয়েছেন, আসলে রাস্তাটি মানুষের খুবই গুরুত্বপূর্ণ। আমরা অল্প সময়ের মধ্যে রাস্তাটি করার চেষ্টা করবো।