• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার -৩ নং ওয়ার্ডের লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করে দিলেন মোরশেদ খান।

লোহাগাছ দক্ষিণ পাড়া মরহুম আবু তাহের মাস্টারের ছেলে মোরশেদ খান এই শহীদ মিনারটি তৈরি করে দিয়েছেন বলে জানা গেছে। 

লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আগে স্থায়ী শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না স্কুলের শিক্ষার্থীরা।

এবার একুশে ফেব্রুয়ারিতে স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পেরেছেন শিক্ষার্থীরা। তাদের এ সুযোগ করে দিয়েছে মোরশেদ খান। 

শ্রীপুর উপজেলার ৮২ নং লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এখানে  শহীদ মিনার ছিল না। মোরশেদ খান ও লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান এর সহযোগিতায় শহীদ মিনার তৈরি করা হয়।এবং ২০২১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা মাসে এই শহীদ মিনার মোরশেদ খানের মাধ্যমে হয়েছে।

এলাকার স্থানীয়রা জানান, শহীদ মিনার নির্মাণ হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি। এবার শিক্ষার্থীরা তাদের নিজ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানাতে পেরেছেন।

এলাকার স্থানীয়রা বলেন, আমাদের লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার হওয়ায় আমাদের জন্য খুবই ভালো হয়েছে। বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হওয়ায় এখন থেকে স্কুলের শিক্ষার্থীরা জাতীয় দিবসগুলোর তাৎপর্য ও শহীদদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।