• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বিয়ে করে মামলার ঝঞ্ঝাটে পড়া ক্রিকেটার নাসির হোসেন হুঁশিয়ার করেছেন, তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

নাসিরের স্ত্রীর আগের স্বামী মামলা করার পর বুধবার সংবাদ সম্মেলনে এসে এই হুঁশিয়ারি দেন তিনি।

বনানীতে করা এই সংবাদ সম্মেলনে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছিলেন নাসিরের সঙ্গে; তাদের এক আইনজীবীও ছিলেন উপস্থিত।

গত ১৪ ফেব্রুয়ারি একটি বিদেশি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমার সঙ্গে বিয়ে হয় জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসিরের।

এরপরই তামিমার সাবেক স্বামী রাকিব হাসান দাবি করেন, তার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই বিয়ে করেছেন তামিমা। বুধবার তিনি মামলার আরজি নিয়ে যান আদালতে।

এ বিষয়ে নাসির বলেন, “আইনি প্রক্রিয়ায় তা মোকাবেলা করবো অবশ্যই। রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলছেন …।

“সে তো আগে তামিমা ছিল; এখন আমার ওয়াইফ। ওকে বলা মানে আমাকে বলা। রাকিব সাহেব কেন অন্য যে কোনো মানুষই হোক, আমার ওয়াইফকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং তা আইনগতভাবেই।”

নানা কারণে জাতীয় ক্রিকেট দলে থিতু হতে না পারা অলরাউন্ডার নাসিরের বিয়ের পর রাকিবের অভিযোগ নিয়ে তোলপাড় এখন ফেইসবুক।

নাসির মনে করেন, রাকিব সোশাল মিডিয়ায় মানুষের সহানুভূতি আদায়ের অপচেষ্টা করেছেন।

“আমরা একদম ক্লিয়ার, লুকানোর কিছু নেই। এত নাটক করার কিছু নেই। ফেইসবুকে এসে বাচ্চাকে নিয়ে ইমোশনাল বিষয় নিয়ে সিমপ্যাথি পাওয়ার চেষ্টা করা, এসব কীসের দরকার। সে মামলা করুক। আমরা কেস হ্যান্ডল করার জন্য প্রস্তুত।”

নাসির ও তামিমার বিরুদ্ধে যে মামলা রাকিব করেছেন, তা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে যাওয়ার আগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন রাকিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত নাসিরের আইনজীবী বলেন, “গণমাধ্যমে জানতে পেরেছি মামলা হয়েছে। কী বিষয়ে, এ সংক্রান্ত কাগজপত্র হাতে আসেনি আমাদের। এ ব্যাপারে মন্তব্য করা দুরূহ। যদি মামলা হয়ে থাকে নাসির ও তার স্ত্রীকে বিবাদী করা হয়ে থাকে, তাহলে আদালতে যথাসাধ্য বক্তব্য আমরা পেশ করব।”

আদালতে দেওয়া আর্জিতে রাকিব বলেন, তামিমার সঙ্গে তার বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।

সংবাদ সম্মেলনে তামিমা সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগের স্বামীর অভিযোগ প্রসঙ্গে বলেন, “উনি (রাকিব) যতগুলো কথা বলেছেন, এরমধ্যে দুইটা জিনিস ছাড়া (আমাদের বিয়ে হয়েছিল ও আমাদের একটা বাচ্চা রয়েছে) বাকি সব কথা মিথ্যা। এর প্রত্যেকটি প্রমাণ আমাদের রয়েছে।”

স্ত্রী তামিমাকে নিয়ে সংবাদ সম্মেলনে নাসির হোসেন।স্ত্রী তামিমাকে নিয়ে সংবাদ সম্মেলনে নাসির হোসেন। তিনি বলেন, রাকিবকে তালাক দিয়েই নাসিরের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। “উই আর ক্রিস্টাল ক্লিয়ার। উই আর নট গিল্টি। উই আর ইনোসেন্ট। আমি কোনো ভুল করিনি।”

তাদেরকে হেনস্তা করার জন্য রাকিব এসব করেছেন বলে মন্তব্য করেন তামিমা।

নাসির বলেন, “বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল। ডিভোর্স হয়েছে। পেপার দেখে আমরা বিয়ে করেছি। আমরা যা করেছি, লিগ্যাল ওয়েতে করেছি, ইল্লিগ্যাল কিছু করিনি। আমরা যাই করেছি, সেটা আইনগতভাবে ও ইসলামী শরীয়ত মেনে করেছি। সবাইকে জানিয়ে বিয়ে করেছি।”

বর্তমান পরিস্থিতি তামিমার জন্য ‘অস্বস্তিকর’ উল্লেক করে সোশাল মিডিয়ায় তাকে নিয়ে বাজে মন্তব্য না করার আহ্বান জানান নাসির।

“আমাদের দুজনকে যতটুকু প্রভাব ফেলছে, তার চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করছে। আমাকে মানুষ ভালোবাসে, গালাগালিও করে। আমি মেনে নিতে পারি। তামিমা এ কালচারের না। ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট।”