• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

প্রকাশ্যে বন কর্মকর্তাদের চাঁদাবাজি

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আজ (২৬ ফেব্রুয়ারী) শনিবার বেলা ১২ টার দিকে কাঠ বহনকারী টমটমগাড়ি দাঁড় করিয়ে ১০০ টাকা চাঁদা আদায় করতে দেখা গেছে। এতে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে এক কাঠ ব্যবসায়ী জানান, বন কর্মকর্তাদের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ শ্রীপুরের কাঠ ব্যবসায়ীরা।

একজন টমটমগাড়ি চালক জানান, কাঠ বহনকারী গাড়ি প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এই রাস্তা দিয়ে আসে। বন কর্মকর্তারা অবৈধ কাঠ বলে টমটমগাড়ি থেকে ১০০,২০০ ও ৩০০ টাকা আদায় করে।

আর টাকা না দিলে আমাদের গাড়ি তাদের অফিসে নিয়ে যায়, পরে টাকা নিয়ে গাড়ী আনতে হয়। এমনই অভিযোগ করলেন কয়েকজন টমটমগাড়ি চালক বন কর্মকর্তাদের বিরুদ্ধে। 

এবিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসমস্ত অভিযোগ আমার কাছে কেউ বলেননি। তারপরও অভিযোগের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।