• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২৫

ক্রাইম প্রতিদিন ডেস্ক

মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আল-জাবির হাইস্কুলের ভোটকেন্দ্রের ফলাফল নিয়ে গুজবে দুই কাউন্সিলর প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলপদ্বী এলাকায় এ সংঘর্ষে ৭ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আল–জাবির হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাসির উদ্দিন ফলাফল ঘোষণা দেওয়ার আগেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা নিজেদের ‘বিজয়ী’ দাবি করে আনন্দমিছিল বের করেন। এই দুই প্রার্থী হলেন পাঞ্জাবি প্রতীকের ইব্রাহীম কালু ও উটপাখি প্রতীকের রেজাউল করিম। প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি অস্বাভাবিক মনে করে ফলাফল ঘোষণা না দিয়ে সেখান থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে আসতে চান।

এ সময় ইব্রাহীম কালুর সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তা ও সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকে রাখেন। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিবিজির সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরবর্তী সময়ে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ফাঁকা বুলেট নিক্ষেপ করে। এ সময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৭ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ২৫ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হান্নান বলেন, মূলত গুজব ছড়িয়ে পরার কারণে এই সংঘর্ষ হয়। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।