• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মিলিটারি শাসন জাতিকে ভালো কিছু দেয়নি : প্রধানমন্ত্রী

ক্রাইম প্রতিদিন ডেস্ক

 অস্ত্র আর টাকা ছাড়া মিলিটারি শাসন জাতিকে কখনো ভালো কিছু দেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিয়েছে।’

আজ বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণায় অনুদান পদক’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ‘২০২০-২০২১ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান’ অনুষ্ঠানে সংযুক্ত হন।

সেই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বহুমুখী শিক্ষা ছাড়া দেশ কখনো উন্নত হয় না। সে কারণে সরকার বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। গবেষণার ফলে আমরা খাদ্য উৎপাদন করতে পেরেছি। অনেক বিদেশি ফল আমাদের দেশে হচ্ছে গবেষণার ফলে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে।’

বাংলাদেশের মাটি এবং মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নশীল দেশ থেকে আগামীতে উন্নত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।