• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ম্যানহোলের ঢাকনা চোরকে ভোট দেবেন না : বেনজীর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ছিনতাইকারী-ম্যানহোলের ঢাকনা চোরকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।


বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, সিটি নির্বাচনে আমাদের প্রত্যাশা থাকবে নগরবাসী খেয়াল রাখবেন যাতে কোনো ছিনতাইকারী, ম্যানহোলের ঢাকনা চোর শ্রেণীর কোনো লোকজন যাতে নির্বাচিত হয়ে না আসতে পারে। যদি স্বাধীনতার ৫০ বছর পরও যদি ম্যানহোলের ঢাকনা চোর যদি কাউন্সিলর হয়ে নির্বাচিত হয়ে আসে তাহলে সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক।

ঢাকায় যোগ্য নেতৃত্ব সবার প্রত্যাশা জানিয়ে র‌্যাব প্রধান বলেন, আমাদের খেয়াল রাখতে হবে, চলমান সামাজিক যে যুদ্ধগুলো রয়েছে, বিশেষ করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এসব যুদ্ধে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সঙ্গে পাব। সেজন্য আমরা আশা করবো যে যথাযোগ্য লোক নির্বাচিত হয়ে আসবেন।

নির্বাচনী প্রচারের জন্য ঢাকার বাইরে থেকে প্রার্থীরা যাদের এনেছিলেন তাদের ঢাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক। বলেন, ভোটের দিন এই নগর উন্মুক্ত থাকে শুধু ভোটারদের জন্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্যাম্পেইন করার জন্য ঢাকার বাইরে থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে এসেছেন। ক্যাম্পেইন শেষ। আমরা আশা করবো আপনাদের কাজ শেষ, আপনারা এখন ঢাকা ছেড়ে যাবেন। যেহেতু আপনাদের ভোটিং রাইট নাই, খামাখা এখানে থেকে কোনো লাভ নাই।