• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

'দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ ভোটার উপস্থিতি কম'

বিশেষ প্রতিনিধি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা চলছে। আজ শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৪টার পর থেকে ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়। ভোটগ্রহণের শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়লেও তা আশাব্যাঞ্জক নয়।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, দেশ উন্নত হচ্ছে, উন্নত দেশেও ভোটার উপস্থিতি কম থাকে। দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।

তিনি আরও বলেন, 'উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কম থাকে। পাশাপাশি শুক্রবারের পর শনিবারও ছুটির দিন পাওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকেই ঢাকার বাইরে বেড়াতে গিয়েছেন বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।