• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কেমন আছেন বিএনপির অসুস্থ ৭ নেতা

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সম্প্রতি বেশ কজন নেতা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ কভিড-১৯ আক্রান্ত।

বিএনপির বেশ কিছু নেতা চিকিৎসা নিচ্ছেন আবার অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। যার কারণে চিকিৎসা নিচ্ছেন তারা। এদিকে, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর বিএনপিতে শোকের ছায়া নেমে আসে।
 
এরপর বিএনপি নেতাকর্মীরা কেমন আছেন তাদের খোঁজখবর নেয়া হয়। তথ্য মতে জানা যায়, সম্প্রতি বিএনপির ৭ নেতা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই মুহূর্তে অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসাপাতালে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ।
 
বিএনপির অসুস্থ নেতারা কেমন আছেন? এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে কভিড আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শায়রুল বলেন, গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হসপিটালে ভর্তি আছেন।
 
মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী রাজধানীর সিএমএইচে কভিড আইসিইউতে চিকিৎসাধীন। তার বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, তার অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।

শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শায়রুল কবির বলেন, এছাড়া, গতকাল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজজামান সেলিম ও তার স্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে পুলিশের হামলায় আহত হন তিনি।

এদিকে, গাইবান্ধা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও জি নাইন সদস্য খন্দকার আহাদ আহমেদ ইউনাইটেড হাসপাতালে কভিড আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।