• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ  সমঝোতা স্মারক সই হয়। 

এদিন বেলা ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে মৎস খাত, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় ইস্যুসহ চারটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ও মালদ্বীপ। দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। 

দুদিনের সফরে গতকাল বুধবার সকালে সস্ত্রীক ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সোলিহ। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় ভোজসভায় যোগদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন সোলিহ। প্রধানমন্ত্রীর ভোজসভায়ও যোগদানের কথা রয়েছে তাঁর। 

দুদিনের সফর শেষে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরে যাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।