• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

গাছে বেঁধে গার্মেন্টস কর্মীকে নির্যাতন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে আয়েশা আক্তার (৪০) নামে এক গার্মেন্টসকর্মীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে শিলা বেগম (২২) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার অভিযুক্ত শিলা বেগমকে গ্রেফতার করা হয়। আয়েশা আক্তার কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার সিনাবহ উন্দারটেক এলাকার ফজল মিয়ার স্ত্রী।

কালিয়াকৈর থানার এসআই আমিনুল ইসলাম ও নির্যাতিতের স্বজনরা জানান, কালিয়াকৈর উপজেলার উন্দারটেক এলাকার জমি নিয়ে গত ১২ মার্চ আয়েশা আক্তারের সাথে প্রতিবেশীর ঝগড়া হয়। একপর্যায়ে নাসির উদ্দিন, আজিজ ও সালেহাসহ প্রতিপক্ষের লোকজন আয়েশাকে একটি আম গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় তাকে বাঁচাতে তার মেয়ে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। মা ও মেয়ের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আয়েশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে নির্যাতনের শিকার ওই নারী থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেন। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে গ্রাম্য সালিশে বসে নাসির উদ্দিনকে জরিমানা করেন স্থানীয় মাতব্বররা। আয়েশা আক্তার ওই সিদ্ধান্ত না মেনে বৃহস্পতিবার ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিলা বেগমকে গ্রেফতার করেছে।