• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অহংকার : মাইনুল ইসলাম পলাশ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

অহংকার
এ জেড এম মাইনুল ইসলাম পলাশ

একা রাতে, বসে নির্জনে
কেউ নেই পাশে তাই
চিন্তিত হৃদয় কত কি ভাবছে,
তাকিয়ে দেখো,
শ্রাবণো জলে কেউ ভাসছে,
অঝরো বর্ষায় কেউ বৃষ্টি ফেলছে,
সেই কি, তুমি নাকি, নাকি সে?
ভাঙ্গা মনে অতীত স্বপ্ন দেখছে,
বল, সে কেন কাঁদছে?
কান্না নিয়ে জন্ম তাই
সে কাঁদছে?
তাই বলে,
তোমার হৃদয় আজ হাসছে!
তাইতো?
নাকি .............?

সোনার চামুচ তুমি দিয়েছো মুখে
রুপার চামুচ না হয় সে,
ভেবে দেখেছো,
একবার অতীতকে?
সৃষ্টির স্রষ্টা যিনি
সৃষ্টি করেছেন সবে,
তুমি সোনা, সে রুপা
ছিলনাতো সেখানে,
ব্যবধান একটুখানি!
তবে কেন আজ,
এতো অহংকার তোমারই?
বলো, তুমিই বলো,
স্রষ্টার সৃষ্টিতে ভুল ছিল নাকি?
নাকি, 
তোমার কর্ন শ্রবণে প্রথম
শুনেছো অহংকারের ধ্বনি,
নাকি,
তোমার প্রথম আঁখি
পড়েছে বাবুর মতোই,
নাকি,
তুমি দু’দিনের চিকচাক দেখে
ভুলে গেছো সবই,
বল, তুমিই বলো?
কি হলো আজ তোমার?

সম্পদ,
সেতো আজ আমার
কাল তোমার
এই নিয়ে এতো অহংকার?
পাগল ছাড়া কি বলবো 
ভেবে পাই না আমি যে আজ,
জ্ঞান অর্জন, গুরু ভক্তি
আর স্রষ্টার সংবিধান
করো বারবার শ্রবণ,
দেখবে তুমিও কাল
হয়ে গেছো এমন,
কি ঠিক বলেছি?
নাকি ............?

আজ হয়তো সব তোমার
তাইতো মনে কর না
কেউ আছে আর,
একবার ভেবে দেখেছো কি?
এমন ছিল তোমার বাবার,
সেই বাবা নেই বলে আজ
সব হয়েছে তোমার,
চক্ষু বুজে দেখোতো
কাল কি হবে আবার,
তাই নিয়ে তোমার এতো অহংকার?