• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

পোলিং এজেন্ট না থাকলেও চলে, ইভিএম নিজেই পাহারাদার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বিএনপির আমলে ১০টি হোন্ডা, ২০ জন গুন্ডা নির্বাচন ঠান্ডা, এমন অবস্থা এখন আর নেই। সময়ের পরিবর্তনে এখন ডিজিটাল পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। ইভিএম পদ্ধতিতে পোলিং এজেন্ট না থাকলেও চলে। কারণ ইভিএম নিজেই পাহারাদার। আঙুলের ছাপ না দেয়া পর্যন্ত ভোট হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ শনিবার (১লা ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নানক বলেন, দিনের শুরুতেই বিএনপির দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন যে অভিযোগ করেছেন, এটা একেবারে ডাহা মিথ্যাচার করেছেন। উনি বলেছেন, তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে। অথচ একই দলের নেতা মির্জা আব্বাস ভোট দিয়ে এসে বলেছেন, তার কেন্দ্রে তিনি বিএনপির পোলিং এজেন্টকে দেখতে পেয়েছেন। সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপ মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুত স্বপন, সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, প্রাণিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।