• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

হেফাজত ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার সকালে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের নেতা-কর্মীরা।

বিক্ষুব্ধ হরতালকারীরা জেলা পরিষদ, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে। ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

এসময় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে ব্যাপক ভাংচুর করে এবং রাস্তায় ব্যারিকেড ও অগ্নিসংযোগ করে হেফাজতের নেতা-কর্মীরা।

এছাড়াও বড়তলা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভাঙচুরের সময় প্রেসক্লাব সভাপতি রিয়াদ উদ্দীন জামিরের ওপর হামলা করলে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।