• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শতবর্ষে শত টাকায় “শতবর্ষে মুজিব”

ক্রাইম প্রতিদিন ডেস্ক

“শতবর্ষে মুজিব” সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর সম্পাদনকৃত বই, যাহা নিপীড়িত জনগণকে সব সময় আশা জাগাবে, সংগ্রামে উদ্বুদ্ধ করবে। 

যা থাকছে “শতবর্ষে মুজিব” বইয়ে
©  শতবর্ষে মুজিব (জীবনী)
© এক নজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
© স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
© বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর বাণী 
© বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ
© বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি যেমন ছিল তার অবিকল লিখিত রূপ 
© বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দূর্লভ ছবি
© বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের লেখা চিঠিপত্র

বইটি সম্পাদনা করেছেন “এ জেড এম মাইনুল ইসলাম পলাশ”। তিনি মূলত একজন সাংবাদিক ও সংগঠক। বইটি প্রকাশিত হয়েছে “ক্রাইম প্রতিদিন মিডিয়া এন্ড পাবলিকেশন্স”  এর ব্যানারে।  বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বইটি পাওয়া যাচ্ছে শত টাকায় (১০০ টাকা)।