• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ মার্চ, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ভুল অপারেশনে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নোয়াখালীর বেসরকারি প্রাইম হাসপাতালে ভুল অপারেশনে বিটন রহমান নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত রোগীর আত্মীয়-স্বজন হাসপাতালে ভাঙচুর চালান। মৃত রোগী বিটন কবিরহাট উপজেলার উত্তমপুর লামছি গ্রামের আলহাজ্ব মফিজ মিয়ার ছেলে। এদিকে দুপুরে সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর হাসপাতালের মালিক পক্ষের লোকজন হামলা চালায়।

মৃতের স্বজনরা জানান, গত  শনিবার বিকাল ৫ টায় পিটনকে মেরুদণ্ড অপারেশনের জন্য প্রাইম হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা অপারেশন হয়েছে বলে জানায় হাসপাতালের লোকজন। রাত ১২ টা বাজলেও ওরা জানায় পিটনের জ্ঞান ফিরে নাই। এরপর ভোর সাড়ে ৫ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি মারা গেছে। তাদের দাবী ভুল অপারেশনের কারণে পিটনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মৃত রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চিকিৎসক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সব কিছু স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।