• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

হরতালের কারনে রাজধানীতে গণপরিবহন কম

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে হরতাল পালন করছে বিএনপি। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আজ রোববার সকাল থেকে শুরু হওয়া সকাল-সন্ধ্যা এই হরতালে গণপরিবহনসহ সবধরনের গাড়ি চলাচল কম দেখা গেছে। সিএনজি ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যদিনের তুলনামুলক কম চলতে দেখা গেছে। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়ে অফিসগামী ও কর্মজীবী মানুষেরা। বিভিন্ন বাস স্টপে তাদের দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে হরতালের এমন চিত্রই দেখা গেছে।

বাংলামোটরের বাসিন্দা আমিনুল ও হায়দার জানান, প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি মতিঝিল যাবো। কিন্তু বাস পাচ্ছি না। কিছুক্ষণ পর বিআরটিসির বাস এলে তারা বাসে ওঠেন।

শাগবাগ মোড়ে রুহুল আমিন নামের একজন বলেন, হরতালে সকাল থেকেই বাস কম দেখা যাচ্ছে।

তবে এতে কারো সমস্যা হচ্ছে না। একটু দেরি করে হলেও বাস আসছে। অনেকদিন পর এমন দৃশ্য দেখা যাচ্ছে। অন্তত রাস্তায় যানজট নেই।

ঢাকা সিটি নির্বাচনের কারণে গত কয়েক দিন ধরেই নগরীতে আইনশৃঙ্খলাবাহিনীর  সদস্যদের সতর্ক অবস্থান ছিলো। রোববার সকালেও মোড়ে মোড়ে পুলিশ দেখা গেছে।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের গেটের সামনে চেয়ার পেতে বসে বিএনপি নেতারা হরতালের সমর্থনে স্লোগান দিয়েছেন। তবে ঢাকার অন্য কোথাও হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। এখন পর্যন্ত কোথাও কোনো  গোলযোগের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।